জীবননগর অফিস
জীবননগরে বৈদ্যুতিক ত্রুটির কারনে ফার্মেসীর দোকানে আগুন লেগে ঔষধ সহ মালামাল পুড়ে ব্যবসায়ীর আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে লামিয়া ফার্মেসীতে আগুন লেগে এই ক্ষতি হয়।
ফার্মেসীর স্বত্বাধিকারী হাসানুজ্জামান জানান, বৈদ্যুতিক ত্রুটির কারনে শুক্রবার সাড়ে ৩টার দিকে ফার্মেসীতে হঠাৎ আগুন লেগে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীর আনুমানিক আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান।
স্থানীয়রা জানান, লামিয়া ফার্মেসীতে হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই হতবাক হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ফার্মেসীতে থাকা অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।



