নাজমুল হক শাওন, আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার প্রবেশদ্বার উপজেলা গেটসংলগ্ন এলাকাটি এখন আর শুধু একটি সাধারণ পথ নয়; সন্ধ্যা নামলেই এটি রূপ নেয় ব্যস্ততম এক ‘ফুড কর্নার’-এ। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারিবদ্ধভাবে বসে বিভিন্ন পথখাবারের দোকান, আর সেই দোকানগুলোর সামনে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ফুচকা, চটপটি, চিকেন ফ্রাই, বারবিকিউ, স্যুপ, নুডলস, বাটার নান, স্যান্ডউইচ,ভাপাপিঠা, চপ, বড়াসহ নানা রকম খাবারের সুবাসে মুগ্ধ হয়ে থামে পথচারীরা। আলমডাঙ্গার তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ সন্ধ্যার পর এই এলাকায় ভিড় করেন খাবারের স্বাদ নিত
স্থানীয়রা বলছেন, কয়েক বছরের ব্যবধানে এই এলাকাটি আলমডাঙ্গার অন্যতম জনপ্রিয় আড্ডাকেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিন বা বিশেষ আয়োজনের সময় ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। পরিবার নিয়ে বেড়াতে বের হলে অনেকেই এই ফুড স্পটে এসে খানিকটা সময় কাটান। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পরই তাদের দিনের মূল বিক্রি হয়।
ব্যবসায়ী শাহিন বলেন, গেট এলাকায় মানুষের চলাচল বেশি, তাই সন্ধ্যার পর বেচাকেনা খুব ভালো হয়। রাত ১০টা পর্যন্ত দোকান চালাই। আরেকজন নাজিম বলেন, মানুষ এখন বাইরে খেতে পছন্দ করে, তাই আমাদের দোকানে ভিড় বাড়ছে। যদি জায়গাটা আরও পরিকল্পিতভাবে সাজানো হয়, তাহলে ব্যবসাও বাড়বে। খাবার মান, দাম ও পরিবেশের কারণে এই এলাকা শিক্ষার্থী ও তরুণদের কাছেও বেশ জনপ্রিয়।
আলমডাঙ্গা উপজেলা ভাংবাড়িয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া গ্রামের আবু জিহাদ বলেন-সন্ধ্যার পর এখানে এসে আড্ডা দেওয়াটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বন্ধুদের নিয়ে গল্প করি, কিছু খাই মনের ক্লান্তি দূর হয়ে যায়। দামও কম, তাই প্রায়ই আসি।
নারী ক্রেতা শামিমা আক্তার শিল্পী বলেন- আমি প্রায়ই এখানে খাইতে আসি, আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে এখানে আসি। এখানে যে খাবারগুলো পাওয়া যায় খুব মজাদার, কিন্তু বসার পরিবেশটা আরেকটু সুন্দর হলে ভালো হতো।
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান বলেন- উপজেলা গেটসংলগ্ন এই জায়গাটি এখন আলমডাঙ্গার একটি জনপ্রিয় মিলনস্থল। কিন্তু খাবারের মান, স্বাস্থ্যবিধি ও দোকানগুলোর শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন। প্রশাসনের সামান্য নজরদারি আর পরিকল্পিত ব্যবস্থাপনা থাকলে এটিকে আলমডাঙ্গার একটি ব্র্যান্ডেড ফুড কর্নার হিসেবে গড়ে তোলা সম্ভব।
সন্ধ্যা নামলেই জমে ওঠে আলমডাঙ্গা উপজেলা গেটসংলগ্ন ফুড কর্নার ক্রেতাদের ভিড়ে মুখর থাকে পুরো এলাকা



