আন্দুলবাড়িয়ায় খাঁজা পারেশ সাহেব (রা:)-এর ৬৫তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি

জীবননগরের আন্দুলবাড়িয়ায়উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল হযরত খাঁজা পারেশ সাহেব (রা:) ৬৫ তম বার্ষিক ইছালেছওয়াব সুষ্ট ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর হতে রাত সাড়ে১২ টা পর্যন্ত দরগা ও গোরস্তান কমিটির আয়োজনে রওজার ঈদগা ময়দানে এ বার্ষিক ইছালেছওয়াব উপলক্ষ্যে আলোচনাসভা, মহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দরগা ও গোরস্তান কমিটিরসভাপতি ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্রধর্মগ্রন্থ থেকে কোরআন তেলয়াত করেন মাও: আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদহাসান খান বাবু। প্রধান অতিথিরবক্তব্যে তিনি বলেন, আমার পরিবার আমাকে শিখিয়েছে মানুষকে চলার পথে কাউকে উপকার যদিনাও করতে পারো, কাউকে ক্ষতি করা যাবে না। একটা মানুষের অনেক পরিচয় থাকে, আমাকেআপনারা এখানে দাওয়াত দিবেন ব্যক্তি পরিচয়ে, কোন রাজনৈতিক পরিচয়ে নয়।তিনি আরোবলেন, অহংকার ও হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। হিংসা, বিদ্বেষ থেকে আমরা যত তাড়াতাড়িসওে আসতে পারবো তত আমাদের ব্যক্তিগত মঙ্গল, সামাজিক মঙ্গল ও জাতীয় মঙ্গল। যেন ভালোমানুষ হতে পারি এবং ভালো কাজের সাথে সব সময় থাকতে পারি। অনুষ্ঠানে প্রধানমেহমান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুলআমিন। এসময় তিনি বলেন, লোভ হচ্ছে পাপ, আপনারা লোভ লালসা ও অহংকার পরিহার করুন।অহংকার এমন একটা জিনিস মানুষের কলবে যে ভালো জিনিস থাকে, সে গুলোকে পুড়িয়ে ছারখারকরে দেয়। মানুষ হয়ে অহংকার মুক্ত জীবন যাপন করি। অংহকার মুক্ত থাকতে চাই ও অহংকার মুক্তহয়ে আমরা মুত্যু বরণ করতে চাই। শিক্ষকমোস্তাফিজুর রহমান সোনা ও বিশিষ্ট সমাজকর্মী মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলের যৌথসঞ্চালনায় পবিত্র কোরআন হাদিসের আলোকে তফসীর পেশ করেন প্রধান বক্তা বিশিষ্ট ইসলামীচিন্তাবিদ মাও: গাজী মোহেবুল্লাহ সিদ্দিকী (ঢাকা) ও ২য় বক্তা মাও: ইখলাছুর রহমান সুমন(ঝিনেইদহ)। আলোচনাসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দরগা ও গোরস্তান কমিটির সাধারনসম্পাদক অধ্যক্ষ মোস্তফা আমজাদ। বিশেষ অতিথিহিসাবে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী দলের সেক্রেটারী আছাদুজ্জামান, জীবননগর উপজেলাবিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, উপজেলাজামায়াতে ইসলামী দলের আমীর মাও: সাজেদুর রহমান, নাযেবে আমির ও সাবেক ইউপিচেয়ারম্যান সাখাওয়াত হোসেন, বায়োজিদ ট্রেন্সপোর্টের স্বায়ত্বধিকারী আব্দুল ওয়াহেদবিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশিষ্টব্যবসায়ী আজিম খান, উপজেলা জামায়াতে ইসলামী আইসিটি সম্পাদক হারুন অর রশিদ প্রমুখউপ¯ি’ত ছিলেন। এ ছাড়াও কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করেন স্থানীয় ওলামায়েএকরামগন। অনুষ্ঠানের শুরুতেই ইসলামী গান, হাম নাত, গজল ও ইসলামী সংগীত পরিবেশন করেনস্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান শেষে সকল কবরবাসী ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি, মঙ্গল কামনায়দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাও: মোহেবুল্লাহ সিদ্দিকী। দেশেরবিভিন্নস্তান থেকে শ,শ ধর্ম প্রাণ মুসল্লিগন এ ইছালে ছওয়াবে অংশ গ্রহন করেন। ইছালে ছওয়াবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতারন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *