স্টাফ রিপোর্টার
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা মাদক উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিজিবি পৃথক অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট সন্তোষপুর মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন সকাল ৬টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এদিকে সকাল ৮টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি এর কাছে সিংনগর গ্রামে নায়েক মোঃ সেলিম রায়হানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ও জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার



