চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ, বিশুদ্ধ পানির ফিল্টার ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। এ সময় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারসহ ভালকাজের স্বীকৃতি স্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত ২জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীর, ডিআইও-১, ডিএসবি, ৫ থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *