চুয়াডাঙ্গা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী কমনরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি পদে মোখলেছুর রহমান (৫১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিয়ার রহমান (২৭) ভোট ও আমিরুল ইসলাম (২৩) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম (৬৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজিম উদ্দীন (৩৭) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যান্য ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
তারা হলেন, সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক পদে রাশেদুল ইসলাম, সদস্য পদে নাজমুল হক ও নুরুল ইসলাম।
এ নির্বাচনে মোট ১১০ জন ভোটারের মধ্যে ১০৪ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩ টি ভোট বাতিল হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. এসএম হুমায়ুন কবীর। সদস্য হিসেবে অ্যাড. মসিউর রহমান পারভেজ ও অ্যাড. ইকরামুল হক দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, আইনজীবী সহকারী সমিতির নির্বাচনী তফশিল গত ২২ অক্টোবর ঘোষনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *