মেহেরপুর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে গাংনী বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় তিনি সাধারণ মানুষদের কাছে বিএনপি ঘোষিত ৩১ দফা সমূহ তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, অ্যাডাম সুমন, ইমন হোসেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব এনামুল হক, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসময় সেখানে উপস্থিত ছিলেন।
৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গাংনীতে জেলা বিএনপির লিফলেট বিতরণ



