গাংনীতে বলদ ফেলে গাভী নিয়ে পালালো চোরের দল

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের খামারী আব্দুর রহিমের গোয়াল ঘর থেকে একটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জোড়পুকুরিয়া বাজারের পাশে খামারী আব্দুর রহিমের বাড়ি। প্রতিদিনের মতোই সকল কাজ শেষ করে বাড়ির প্রধান গেট তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে গোয়াল ঘর থেকে গরুর অস্বাভাবিক আওয়াজে তার ঘুম ভেঙ্গে যায়। বাড়ির বারান্দা থেকে দেখেন তিনজন ব্যক্তি তার গোয়াল ঘর থেকে একটি গাভী গরুসহ মোট পাঁচটি গরু নিয়ে যাচ্ছে এবং মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে গরু বহনকারী একটি স্টারিং গাড়ি নিয়ে সেখানেও একজন দাঁড়িয়ে রয়েছেন। এ সময় তিনি চিৎকার করলে চারটি বলদ গরু ফেলে রেখে চোর চক্র রাস্তার পাশে থাকা গরু বহনকারী স্টারিং গাড়িতে গাভী গরুটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। গাভীটির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মোকলেস হোসেন জানান, পুরো বাড়িটি উঁচু করে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। জোড়পুকুরিয়া বাজারের পাশেই প্রধান সড়কের সাথে বাড়ি হওয়ায় প্রতিনিয়ত দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল করে। এরপরেও এই চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে এই চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসারও দাবী জানান তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। চোর চক্রটিকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *