স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার বিকালে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনগর এলাকায় পথসভা করেন। জুড়ানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীমুল হক ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল আমিন বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট চাইতে। আমরা কারো হাট-ঘাট দখল করতে চাই না, অন্যের সম্পদ দখল করতে চাই না, কারো প্রতি জুলুম-অন্যায় করতে চাই না। কারণ আমাদের কাজের মূল ভিত্তি ন্যায়নীতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আল-ফাহাদ হোসেন সবুজ এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাফেজ রাশেদুল ইসলাম। পথসভা শেষে রুহুল আমিন গুপিনাথপুরের কলাবাড়ি গুচ্ছগ্রামে গণসংযোগ করেন।
জুড়ানপুর ইউনিয়নের পথসভা ও গু গণসংযোগে রুহুল আমিন



