স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের খাসকররা উত্তর পাড়া থেকে ধানের শীষের পক্ষে পথসভার মাধ্যমে প্রচারণায় অংশ নিয়ে নওলামাড়ী, রামদিয়া, কাকপাড়া ও খাসকররা গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৮টি পৃথক পথসভা করেন। তাঁর আগমন উপলক্ষে বিপুল সংখ্যক নারী-পুরুষ সমবেত হয়। এই সময় শরীফুজ্জামান শরীফ নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে নারী সমাজের উন্নয়ন এবং ভোটাধিকার পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সেই কর্মসূচীর ভিতরের নারী সমাজের কথা চিন্তা করে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড শুধুমাত্র নারীর নামেই ইস্যু হবে। যা দিয়ে তারা চাহিদামতো চাল-আটা, তেল-লবণ তুলতে পারবে। নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব উন্নয়ন এবং বিভিন্ন ধরণের ট্রেনিংয়ের মাধ্যমে সরকারি চাকরি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কর্মসূচী দেওয়া হবে। রাষ্ট্রীয় অনুদান এবং উন্নয়ন আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি আপনাদের পাশে থাকতে চাই। সুবিধা-অসুবিধা ও বিপদ-আপদে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের পাশে নিয়ে আগামীতে এই চুয়াডাঙ্গাকে মডেল হিসেবে তৈরি করতে চাই।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, সহ-সাধারণ সম্পাদক শফিউল হক সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক রাজা, যুগ্ম সম্পাদক কাজী পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, যুবদলের আবু জিহাদ, সাফায়ত, লতিফ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম, এবং সাধারণ সম্পাদক রমজান আলী সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
খাসকররায় পথসভা ভোটাধিকার পুনরুদ্ধার ও নারীর উন্নয়নে প্রতিশ্রুতি শরীফুজ্জামান শরীফ



