হরিণাকুন্ডুর হরিশপুরে গাঁজা গাছসহ গ্রেফতার-১

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর ইউনিয়নের খালপাড়ার ভিকুশার মাজারের পাশে বরজের ভিতর থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সূত্রে জানতে পারে, এর পর হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ হাওলাদার শহিদুল ইসলাম শহীদ এর পরিচালনায় এসআই নাহিদ ও জোড়াদহ ক্যাম্প ইনচার্জ সহ ওই গাঁজা চাষী ওসমান ফকির কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বরজের ভিতরে নিয়ে গাছটি দেখান। এসআই নাহিদ আসামি ও গাজা গাছ সনাক্ত করে হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিশ্চিত করলে, হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার শহিদুল ইসলাম শহীদ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হন। শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে আসামিকে সঙ্গে নিয়ে গাঁজা গাছটি উদ্ধার করে।
হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজার গাছ থানায় নিয়ে আসা হয়েছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *