চুয়াডাঙ্গা সদর উপজেলায় গণসংযোগ কুশল বিনিময় কালে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা) আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এর পক্ষে গণসংযোগ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা ও ফুলাবাড়ি এলাকায় গণসংযোগ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা- ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
‎প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, মানুষের কল্যাণ করার জন্যই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয়েছে তাই জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে মানবতার কল্যাণ ছাড়া কখনো ক্ষতি হবে না। জামায়াতে ইসলামীর প্রতিটা কর্মী নিজেদের পকেটের টাকা খরচ করে মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবার সকলের দোয়া ও সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে কুরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আর আল্লাহর ওয়াদা অনুযায়ী তখন এই দেশে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে এবং জমিনের নিচ থেকে নেয়ামত ও বরকতে ভরে উঠবে ইনশাআল্লাহ। এবার আমরা একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে সকলের সকল ধরনের দুঃখ কষ্ট দূর হবে।
‎গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, আব্দুর রউফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, সদর অফিস সম্পাদক মোঃ আশির উদ্দীন, সদর কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম, সদর প্রচার ও আইটি সম্পাদক মামুন হাওলাদার।
‎এছাড়াও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন আমীর মোঃ আশাদুল হক, ইউনিয়ন সেক্রেটারী মহর আলী, নায়েবে আমীর সিরাজুল ইসলাম, ওলামা পরিষদের সভাপতি খায়রুল বাশার, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আশির উদ্দীন ইমরান, উপজেলা সভাপতি মাসুম বিল্লাহ হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মনিরুজ্জামান মাসুম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *