দর্শনায় গভীর রাতে পার্কিং ট্রাকে দুর্বৃত্তদের আগুন, তদন্তে পুলিশ

দর্শনা অফিস

দর্শনায় গভীর রাতে একটি পার্কিং ট্রাকে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শনা পুরাতন বাজারসংলগ্ন হাজী আব্দুল কাদেরের ভূসিমালের আড়তের সামনে রাখা বিএনপির কর্মী ইকবাল কবির জাহিদের ট্রাকটিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

          ট্রাক মালিকের ভাতিজা মালেক এবং পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা-মুজিবনগর মহাসড়কের পাশে দাঁড়ানো ট্রাকটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশপাশের এলাকা।

          ট্রাকের মালিক ও বিএনপির কর্মী ইকবাল কবির জাহিদ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তার ট্রাকচালক আব্দুল হাকিম ট্রাকটি আড়তের সামনে রেখে বাড়ি চলে যান। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

          ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মালিক জাহিদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশি অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যেই দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *