স্টাফ রিপোর্টার:
দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের অনুষ্ঠানে জেলা আমীর মোঃ রুহুল আমিন বলেন, কাউকে অন্য রাজনৈতিক মতের জন্য শাস্তি দেওয়া হবে না। রাজনীতি জনগণের জন্য, স্বার্থপরতার জন্য নয়। বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ৮ জন নতুন সদস্য যোগদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সুলতান রেজা সুমন এবং পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম।
রুহুল আমিন বলেন, আমরা বাংলাদেশের রাজনীতির কালচার পরিবর্তন করতে চাই। দলের কারণে কাউকে গায়েবী মামলা দেওয়া হবে না। যারা অন্যায় করবে, তাদের শাস্তি দেশের প্রচলিত আইনের মাধ্যমে নিশ্চিত হবে। রাজনীতিতে মতপার্থক্য স্বাভাবিক এবং গ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, আপনারা আমাদের পরিবারের মতো অত্যন্ত কাছের মানুষ। আপনারা যে সুখে-দুঃখে পাশে থাকবেন, আমরা ও আপনার পাশে থাকব। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। দেশের জন্য ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে দর্শনা থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, পৌর আমীর সাহিকুল আলম অপু ও পৌর সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির উপস্থিত ছিলেন।
এরপর রাত সাড়ে ৭টায় দর্শনা বাস স্ট্যান্ডে ২ নম্বর ওয়ার্ড সভাপতি সেলিম সেলিম উদ্দিনের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিনের অফিস উদ্বোধন করা হয়। এছাড়া বিকেলে দর্শনা রেল বাজারে তিনি গণসংযোগও করেন।



