দর্শনা অফিস
দর্শনায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জিহাদ (২০) ও শোভন (২০) নামে দুই যুবক রক্তাক্ত জখম হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা রেলবাজার ও রেলইয়ার্ড এলাকায় এই সংঘর্ষ হয়। আহত জিহাদ ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থানপাড়ার হাশেমের ছেলে এবং শোভন একই এলাকার সানিরুলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রথম দফা মারামারি হয় দর্শনা রেলবাজারে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়লে রেলইয়ার্ড এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হন।
আহত জিহাদ জানান, তার বন্ধু শোভন আহত হয়ে ক্লিনিকে ভর্তি আছে শুনে তিনি দেখতে যাচ্ছিলেন। তখনই ছাত্রদলের অজ্ঞাত কয়েকজন সদস্য তাকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়।
অন্যদিকে, দর্শনা পৌর ছাত্রদল অভিযোগ করেছে, তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা দর্শনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে এবং বিক্ষোভ মিছিলও করেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল কাদের বলেন, আহত জিহাদের হাঁটুর নিচে ও পিঠে গভীর জখম হয়েছে এবং ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। আহত শোভনও ক্লিনিকে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ জানান, ছাত্রদলের সামাউল নামে একজন বাদী হয়ে অফিসে হামলার অভিযোগে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



