চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে সেক্রেটারী প্রার্থী মানি খন্দকারের নির্বাচনী ইশতেহার প্রচার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে সেক্রেটারী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) এর নির্বাচনী ইশতেহার প্রচারণা শুরু করেছেন। বুধবার সকালে কোর্ট এলাকায় এ প্রচারণা শুরু করেন তিনি। এ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিদ্রোহী প্রার্থী। মানি খন্দকার তাঁর নির্বাচনী ইশতেহারে ১২টি দফার কথা বলেছেন। এগুলো হলো, বার ও বেঞ্চের মর্যাদাপূর্ণ সহ-অবস্থান রক্ষা করা। আদালতে মামলা পরিচালনায় আইনজীবীদের অংশগ্রহন নিশ্চিতকরণ। কোর্ট চলাকালীন নিউ ফাইলিং এর মামলা আদালত গ্রহন করে সে ব্যবস্থা করা। জামিনযোগ্য মামলায় যেন সমনের আদেশ দেন সে ব্যবস্থা করা। মামলার এনওসি নিতে হলে ১ হাজার টাকা সমিতির ফান্ড ও আইনজীবীকে দিতে হবে। যথাসময়ে আদালত চালু হতে পারে সেবিষয়ে উদ্যোগ গ্রহন করা। আদালত সংশ্লিষ্ট সকল অনিয়ম ও দুর্নীতি রোধে কাজ করা। আইনজীবী সমতিতে ইন্টারনেট ও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। বছরে ১ বার আইনজীবীদের স্মরণে দোয়া মাহফিলের  আয়োজন করা হবে।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সেক্রেটারী প্রার্থী অ্যাড. খন্দকার অহিদুল আলম মানি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকল আইনজীবীর  নিকট ভোট প্রার্থনা , দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *