আন্দুলবাড়িয়ায় আজ খাঁজা পারেশ সাহেব (রা.)-এর ৬৫তম বার্ষিক ইছালে ছওয়াব

আন্দুলবাড়িয়া প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর, ৫ অগ্রহায়ণ) জীবননগরের আন্দুলবাড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল হযরত খাঁজা পারেশ সাহেব (রা.)-এর ৬৫তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরগা ও গোরস্তান পরিচালনা কমিটি ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

          বাদ আছর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদ-নাত, গজল, ইসলামী সংগীত, ওয়াজ–মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মধ্যরাতে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

          ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকার সম্মতি জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। প্রধান মেহমান হিসেবে থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের আরেক সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতে ইসলামী জেলা আমির রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তফা আমজাদ। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন দরগা ও গোরস্তান পরিচালনা কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।

          আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, ওয়াজ মাহফিলে পবিত্র কোরআনের তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা গাজী মোহেব্বুল্লাহ সিদ্দিকী (ঢাকা)। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন মুফাসসিরে কোরআন মাওলানা ইখলাছুর রহমান সুমন (ঝিনাইদহ) এবং স্থানীয় ওলামায়ে কেরাম।

          ইতিহাস সূত্রে জানা যায়, বাদশাহী আমলে সুদূর আরব অঞ্চলের পারস্য শহর থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহসুফি পীরে কামেল হযরত খাঁজা পারেশ সাহেব (রা.) সাহাবীদের সঙ্গে নিয়ে নদীপথে এসে আন্দুলবাড়িয়ার হারদা মৌজার গভীর অরণ্যে আস্তানা গড়ে তোলেন। আরব দেশের পারস্য অঞ্চল থেকে আগত হওয়ায় তিনি ‘পারেশ’ নামে পরিচিতি পান। তাঁর প্রকৃত নাম ছিল হযরত আশরাফ আলী। ইসলাম প্রচারের সময় শত্রুপক্ষের আঘাতে তিনি শাহাদাতবরণ করেন।

          তার স্মৃতিবিজড়িত প্রায় ৩৩ বিঘা জমির ওপর গড়ে উঠেছে মাজার শরীফ, গম্বুজঘর, একটি কালো পাথর, গোরস্থান, ঈদগাহ ময়দান, জলাশয়, আশরাফিয়া আলিম মাদরাসা ও মসজিদ। অপর প্রান্তে রয়েছে কলেজ ও মোহাম্মদীয়া দারুল উলুম কওমি মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং।

          প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এ ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়। এ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে শতশত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

আজকের অনুষ্ঠানের সফল ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে দরগা ও গোরস্তান কমিটির নেতৃবৃন্দ দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *