মেহেরপুর অফিস
মেহেরপুর জেলা জামায়েতের উদ্যোগে বিশাল নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে জেলা জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে মেহেরপুর সদর ও মুজিবনগরের বিভিন্ন গ্রাম ও সড়ক প্রদক্ষিণ কর।
এ সময় নেতৃত্ব দেন মেহেরপুর-মুজিবনগর-১ (সদর ও মুজিবনগর) আসনে মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান।
উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিনসহ জেলা জামাতের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি সদর উপজেলা থেকে শুরু করে ঐতিহাসিক মুজিবনগর ঘুরে মেহেরপুর ডক্টর শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। শোভাযাত্রায় জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।



