জেহেলা ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় শরীফ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গার জেহেলা ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেহেলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেদুজ্জা মিল্টন এর সভাপতিত্বে ও যুবদল নেতা আবু সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি মো: শরীফুজ্জামান শরীফ তাঁর বক্তব্যে সাংগঠনিক ঐক্যের পাশাপাশি জনগণের সঙ্গে ব্যক্তিগত সংযোগ তৈরির উপর সর্বাধিক গুরুত্ব দেন। তিনি বলেন, ‘আপনারা শুধু বড় বড় মিটিং করে দায়িত্ব শেষ করবেন না। আমরা আমাদের দুর্জয় প্রচারণা গড়ে তুলব। আমি আপনাদের একটা কৌশল দিচ্ছি আপনারা ছোট টিম গঠন করে প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্ততপক্ষে ১০ মিনিট করে সময় দেন। এক দিনে ১০০ বাড়ি যাওয়ার দরকার নেই, এক দিনে ১০টি বাড়ি যান। ১০টি করে বাড়ি ভাগ করে নিয়ে এক একটি বাড়িতে আপনারা ১০ থেকে ২০ মিনিট করে সময় নিবেন। সেই বাড়িতে আপনারা বসবেন, গল্প করবেন, পানি খাবেন, তাদেরকে বোঝাবেন, বুঝিয়ে তাদের ভোট আপনাদের কেন নিশ্চিত করতে হবে, সেই বিষয়ে কথা বলবেন। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন, তা আপনাদের জীবনের প্রতিটি স্তরে শান্তি ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দেবে। আপনারা সেই মুক্তির বার্তা নিয়ে ঘরে ঘরে যান।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা, আমরা সবাই সচেতন হব। এই সমাজে আমরা বড় হয়েছি, আমাদের সবার অবদান এই সমাজে আছে। কিন্তু যারা এই সমাজে অবদান রাখেনি, কোনো কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করেনি, যারা এই বাংলাদেশ স্বাধীন হোক—এটা চায়নি, যারা আমাদের মা-বোনেদের সম্মান রাজাকারদের মাধ্যমে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে—তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে আমরা ঘৃণা করব। সামাজিকভাবে তাদেরকে আমরা গ্রহণ করব না। এই নৈতিকতার লড়াইয়ে আমাদের জিততে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য শমসের আলী সমে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, জেহেলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, কনক আহমেদ, কৃষক দলের নেতা ইজাজুল হক ইজাজুল। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা রুবেল হাসান মেম্বার, রনি আহমেদ, আবিদ হাসানসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *