গাংনীর কাথুলী সীমান্তে ভারত থেকে ২৪ বাংলাদেশিকে হস্তান্তর, আইনি প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩ এস এর সামনে তেইরপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাঁরা হলেন, শরিফুল ইসলাম (৪৭), নিলিমা বেগম (৪১), আব্দুর রহিম (১৪), আদুরী খাতুন (৮), আশিক বিশ্বাস (১৬), রাতুল হোসেন (২১), কুলছুম খাতুন (১৮), উজ্জ্বল হোসেন (২), রেজাউল (৪০), জনি আহম্মেদ (১৮), রকিব হোসেন (২১), জিহাদ (২০), আবুবক্কর সিদ্দিক (২৪), হাসান আলী (২৬), জিন্নাত আলী (৩৪), জাফর চাপরাশি (৩৯), রাছেল হাওলাদার (২৭), আকতার হোসেন (৩২), রাজু (৩১), সিমা বেগম (৩১), শান্তা আক্তার (২৭), কাজী জসিম উদ্দিন (৪৭), লিলি খাতুন (৪৩) ও আছিয়া আক্তার (৮)।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাথুলী কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ভারতের নদীয়া জেলার তেহট্টার ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর কোম্পানি কমান্ডার এসি আনচ কুমার।

বিজিবি জানায়, এসব ব্যক্তিরা দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করে।

কাথুলী বিজিবির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সবাইকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, আটক ২৪ জনকে থানায় রাখা হয়েছে। ঠিকানা যাচাই বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *