ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাস ফেরত মাহাবুব হোসেন (৩৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামের ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের নতুন বাড়ি নামক স্থানে এ মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। সে সময় নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন জমাদ্দার সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রবাসী মাহাবুর হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র ১ জন আসামী গ্রেফতার হয়েছে। দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করতে হবে।
উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আগামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে রাতেই হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা রবিউল ইসলামকে গ্রেফতার করে র্যাব। পরে সকালে আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার প্রধান আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



