স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হারদী ইউনিয়নে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলার হাড়দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। হাড়দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা-২ আসেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মো: শরীফুজ্জামান শরীফ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মো: শরীফুজ্জামান শরীফ ত্যাগী নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির কর্মসূচীর মাধ্যমে জনগণের দুঃখ মোচনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আপনারা যারা মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন আপনাদের এই ত্যাগ কোনো দিন বৃথা যাবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, এই সংগ্রামের নেতৃত্ব দিতে আমি আপনাদের পাশে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের মুক্তির সংগ্রামে শামিল হতে।” আমরা জানি যে হাড়দী ইউনিয়ন বিএনপির ঘাটি এবং হাড়দী ইউনিয়ন থেকে বারবার এই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা হয়। ১৭ বছর আমরা ভোট দিতে পারিনাই, ভোটের অধিকার ছিলনা। এমনকি গণতন্ত্রও ছিলনা। এই ১৭ বছর গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি। সেই আন্দোলন ও সংগ্রামের ভিতর দিয়ে আমাদের বহু নেতাকর্মীরা বার বার জেল খেটেছে। অনেক নেতাকর্মী মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি-ঘর ছেড়ে দেশের বিভিন্ন শহরে পালিয়ে থেকেছে। আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে হতে হবে।
তিনি বলেন, আপনারা প্রত্যেকটা মানুষের কাছে ভোট চাইবেন, অত্যন্ত বিনয়ী হয়ে। জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের বিএনপির এমপি ছিলেন শহিদুল ইসলাম বিশ্বাস, আমাদের বিএনপির এমপি ছিলেন শামসুজ্জামান দুদু , এমপি ছিলেন মিঞা মোহাম্মদ মনসুর আলী তাদেরও সময় যে উন্নয়নমুলক কর্মকান্ড হয়েছে, সেই উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরে বলবেন বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিলো তখন আমাদের এলাকায় কি কি উন্নয়ন আমরা করতে পেরেছি, সেই উন্নয়নমুলক কর্মকান্ডের ধারাবাহিতায় আপনারা আবার আমাদেরকে নির্বাচিত করুন, সেই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করে উন্নয়নের দিকে গিয়ে যাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মীর উজ্জ্বল হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসিবুল ইসলাম, হাড়দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সামুজ্জামান মিশা, নাইম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া হোসেন শান্ত, হাড়দী ইউনিয়ন বিএনপির নেতা সহিদুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।



