দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী ইঞ্জি.আব্দুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বিশ্বাসকে অবসর জনিত বিদায় ও হিসাব রক্ষক রশিদুল হক বাবু’র বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, দামুড়হুদা কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চোখে ছিল জল তবুও স্নিগ্ধ হাসি নিয়ে নিজ কার্যালয় সহকর্মী সহ শুভাকাক্সিক্ষত নিকট বিদায় নিয়েছেন সকলে।
স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, দামুড়হুদা উপজেলা কার্যালয়ের কর্মরত সকল সহকর্মী- কর্মচারী কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সন্মাননা স্মারক ক্রেষ্ট সহ সম্মান সূচক বিভিন্ন উপহার সামগ্রী উপহার প্রদান করার মধ্য দিয়ে সহকর্মীবৃন্দদের ফুলের শুভেচ্ছায় অশ্রুসিক্ত বিদায় জানান সকলে। এ সময় ব্যক্তিগত সম্পর্কে গভীরতা এবং পেশাগত জীবনের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিদায় বেলায় একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিচারণ করা হয়। এসময় উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
জানা গেছে, কর্মজীবনে তিনি ছিলেন দায়িত্বের প্রতি সৎ নিষ্ঠাবান। উপজেলা বাসির সাধারণ মানুষের জন্য তার কক্ষ ছিল উন্মুক্ত, যে কোন শ্রেণী পেশার মানুষের কথা বললে তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং তা নিয়মের মধ্য থেকে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করতেন। ২৮ ডিসেম্বর ২০২২ সালে দামুড়হুদা কার্যালয়ের নিজ কর্মক্ষেত্রে যোগদানের পরবর্তী সময় থেকে তার একাগ্রতা, যোগ্যতা, সততা সর্বোপরি তার কর্মদক্ষতায় ঠিকাদার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী, ইউপি চেয়ারম্যান বৃন্দ,রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক বৃন্দ সকলের কাছে তিনি নীতিবান কর্মকর্তা হিসেবে ছিলেন সুপরিচিত। রাস্তা সংশ্লিষ্ট কিংবা নিজ দপ্তরের কোন কাজের ক্ষেত্রে জনগণ কর্তৃক কোন অভিযোগ পেলে তা দ্রুত সময়ে গুরুত্ব তথা আন্তরিকতার সঙ্গে সমাধান ও পদক্ষেপ গ্রহণ করেছেন। সততার সঙ্গে নিজের দায়িত্ব, আচার ব্যবহার সর্বোপরি সৎ কর্মদক্ষতার কারণে নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বলেন, আমরা সহ উপজেলা পরিষদের একাধিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার হৃদয় এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন যিনি তিনি হলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব সহকারী সোহাগ আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী শামসুল আলম, আক্তারুল ইসলাম, সিও আ: হালিম,কার্য-সহকারী সেলিম হোসেন, রোকুনুজ্জামান, হাবিবুর রহমান, অফিস সহকারী মোছা: আকলিমা খাতুন, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
বিদায়ী দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আঃ রশিদ তার দীর্ঘ চাকুরী জীবনের স্মৃতিচারণ করে বিভিন্ন অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমার চাকরি জীবনের সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসার মধ্য দিয়ে। সরকারের একজন কর্মচারী হিসেবে যেমন এক স্টেশন থেকে অন্য স্টেশনে আসা যাওয়া, সর্বোপরি একটি নির্দিষ্ট সময় চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করতে হয় এটি স্বাভাবিক। ঠিক তেমনি ভাবে আমার দীর্ঘ কর্ম জীবনের সমাপ্ত ঘটছে আজকে। অত্র উপজেলায় কর্মরত থাকা অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলে সহযোগিতা পেয়েছি। আমি প্রত্যেকেরই আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তবুও মানুষ ভুলের উর্ধে নয়, আমার কর্ম জীবনে কাজের তাগিদে নিজের অজান্তেও যদি কাউকে কোন ধরনের সরকারি কাজের স্বার্থে কষ্ট দিয়ে থাকি কিংবা আমার কোন আচরণে যদি আমরা সহ কর্মীবৃন্দ সহ কেউ কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী। আমার সহ আজকে যাদেরকে ঘিরে এই আয়োজন তাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন।



