চুয়াডাঙ্গায় সরকারি কলেজ প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় সরকারি কলেজের পদ বঞ্চিত প্রভাষকদের পদোন্নতির দাবিতে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ এ কর্মসুচি পালন করা হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা। তাদের অভিযোগ বিগত ১২ বছর ধরে বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক পদে কর্মরত শত শত কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন। এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রোকনুজ্জামান বলেন, এক যুগের বেশি সময় ধরে ৩২ তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত ২ হাজার ৫শ যোগ্য প্রভাষক পদোন্নতি বঞ্চিত আছে। এ নিয়মের অবসান হওয়া দরকার, এটা আমাদের ন্যায্য দাবি। সারা দেশে ২৭ টি ক্যাডারের মধ্যে ২৬টি ক্যাডারের পদোন্নতি হয় শুধুমাত্র শিক্ষা ক্যাডার  ছাড়া।

আরো বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি  বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান বশির আহমেদ, শামীমা নাসরিন।

উপস্থিত ছিলেন, মাসুদ আলম, নিপু আহমেদ, ডলি আক্তার  প্রমুখ। আন্দোলনরত প্রভাষকদের দাবি ৩২ তম  ব্যাচ থেকে ৩৭ তম  ব্যাচের যেসব প্রভাষক সহকারী অধ্যাপক পদে যোগ্য তাদের পদোন্নতি দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *