চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশু অর্পণ দাস নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌর এলাকা বেলগাছি গ্রামের হাজিমোড় দাস পাড়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত অর্পণ দাস স্বাধীন দাসের পুত্র। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা খেলতে যেয়ে অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে সে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল অর্পণ। একসময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এই মর্মান্তিক মৃত্যু ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, পৌর এলাকা বেলগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু অর্পণ মারা গেছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *