জীবননগর অফিস
জীবননগর উপজেলার বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল। ধান চাষের জন্য এই এলাকার মাটি ও আবহাওয়া উপযুক্ত। অধিকাংশ কৃষক প্রতি বছরে আউশ, আমন ও ইরি ধান চাষ করে থাকে। আমন ধান কাটা শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। সামনে বোরো ধান চাষের মৌসুম আসছে। বোরো ধান চাষের জন্য এখন বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে জীবননগর উপজেলার কৃষকেরা। উপজেলার বিভিন্ন কৃষি জমিতে ঘুরে চাষিদের ধানের বীজতলা তৈরীতে ব্যস্ততা দেখা গেছে। বিশেষ করে নিচু জমিতে এই বীজতলা তৈরীর কাজ বেশি চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে,এই উপজেলায় অনেকেই এখন বাণিজ্যিক ভাবে বীজ তলা তৈরী করছেন। বীজ তলা তৈরী করে অন্যান্য চাষিদের কাছ থেকে ১ কাঠা জমির জন্য ১১শ টাকা নিচ্ছেন। অনেকেই আবার ৩/৪ বিঘা জমিতে বীজ তলা তৈরী করছেন। বোরো ধান লাগানোর সময় প্রতি বিঘা জমির ধানের চারা ২ হাজার থেকে ২২শ টাকা দরে বিক্রি করেন তারা।
উপজেলার উথলী গ্রামের ধান চাষি শাহাবুদ্দিন বলেন, এবার ২ বিঘা জমিতে ধান লাগাবো। তাই দুই কাঠা জমিতে আজ বীজতলা তৈরী করা করা হলো। প্রথমে কোদাল দিয়ে মাটি গুলো ঝুরঝুরা করে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে পানি দিয়ে পাওয়ারট্রলির মাধ্যমে চাষ করে কাদা তৈরি করা হয়। পরে মই বা কলাগাছ দিয়ে কাদা গুলো সমান করা হয়েছে। উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ কিনে রেখেছি। দুইদিন পর ধান গুলো এই বীজ তলায় ছিটানো হবে।
রায়পুর গ্রামের ধান চাষি সুজাত হোসেন জানান, বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিকে থেকে বোরো ধান লাগনো শুরু হবে। এখন থেকেই বোরো ধানের বীজতলা তৈরী করা হচ্ছে। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারনে ধানের বীজতলা নষ্ট হয়ে হাওয়ায় সম্ভাবনা থাকে। যার কারনে প্রয়োজনের তুলনায় বেশি জায়গা জুড়ে বীজতলা তৈরী করা হচ্ছে।
ধোপাখালী গ্রামের আনোয়ার হোসেন জানান, এবার বৃষ্টি পাতের পরিমাণ বেশি যার কারনে জলাবদ্ধতায় ধান চাষের জমি গুলো পানিতে ডুবে আছে। জমির ডাঙ্গায় কিছু জায়গা পরিষ্কার করে বীজতলা তৈরী করেছি।বীজতলার চারা গুলো মাস খানিন পরে লাগানো হবে। তখন জমির পানি গুলো কমে ধান লাগানোর উপযুক্ত হয়ে যাবে।
জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গতবছর উপজেলায় ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। সেখানে ৬ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছিল। এটাই এই বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন বোরো ধানের বীজতলা তৈরীর কাজ করছে। কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে ধানের বীজ বিতরণ করা হয়েছে ও বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।



