আলমডাঙ্গা বাজারের ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি কাবিল উদ্দিন নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে কাবিল উদ্দিন হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলমডাঙ্গা থানাপাড়ার বাসভবনে মৃত্যু বরন করেন। তার নিজ গ্রাম কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কুদরত মন্ডলে ছেলে। মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে আত্মীয় স্বজনসহঅসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ট্রাক বাস মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, বুলু মিয়া, আসাদুল ইসলাম, রেজাউল হক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, কবি ও মুদি দোকানি সিদ্দিকুর রহমান, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলামসহ শত শত মানুষ। নামাজের জানাজা পড়ান কাচারি মসজিদের ইমাম সাবেক চেয়ারম্যান মওলানা আলহাজ্ব আব্দুল কাদের। জানাজা শেষে দারুসসালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *