চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ঢাকায় ডিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে চুয়াডাঙ্গার পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বিরুদ্ধে ১৩ নভেম্বর আওয়ামী লীগের কথিত লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম টোটন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের সহোদর এবং সাবেক পৌর মেয়র ছিলেন। গতকাল সারাদিনে বিভিন্ন মানুষের মধ্যে কানাঘোষা ছিলো টোটন জোয়ার্দ্দারকে কোথা থেকে বা কখন গ্রেফতার করা হয়েছে। তাকে কোন থানায় নেয়া হয়েছে। এর সঠিক তথ্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকেও জানানো হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ খালেদুর রহমান বলেন, তাকে যে কোন অপরাধে আটক করা হয়েছে সেটি আমরা এখনো নিশ্চিত নয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে তথ্য আসলে আমরা বিষয়টি জানতে পারবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *