স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এ সন্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জহিরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
যাদের হাত ধরে জেলার শিল্প সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে জেলার প্রতিটি প্রান্তে, কাল থেকে কালান্তরে এমন ৪ জন গুণী সংস্কৃতি কর্মী ও ১ টি প্রতিষ্ঠানের হাতে শিল্পকলা একাডেমি সম্মাননা -২০২৪ তুলে দেন বিদায়ী জেলা প্রশাসক জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের চুয়াডাঙ্গায় শেষ কর্মদিবসের এই আয়োজনে উপস্থিত ছিলেন, এনডিসি আলাউদ্দিন আল আজাদ, গুণী শিল্পীবৃন্দ, শিল্প সাহিত্য অনুরাগীবৃন্দ ও সুধীজন। যাদেরকে সন্মাননায় ভূষিত করা হয়, তারা হলেন সৃজনশীল সাংস্কৃতিক গবেষক ড. মো: আব্দুর রশীদ, যন্ত্রসংগীতে মো: রুহুল কুদ্দুস টুল্লু, নাট্যকলায় মো: বিল্লাল হোসেন, কন্ঠসংগীতে মো: শহিদুল হক বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা জেলার শিল্প সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে বিদায়ী জেলা প্রশাসক জহিরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।



