স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ২ জন আটক করা হয়েছে। বুধবার বিজিবি তাদেরকে আটক করে। আটককৃত ওই ২ নারী বাংলাদেশী নাগরিক। এছাড়াও পৃথক আরো দুটি অভিযান চালিয়ে ভায়াগ্রা ও মদ উদ্ধার করা হয়।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৩-এস এর নিকট বড়বাড়ি গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১ হাজার ৯৮৮ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৩-এস এর কাছে সিংনগর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর এর নিকট চাপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ উবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



