স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫-১০২৭) নির্বাচনে সোহরাব-ছটি প্যানেলের গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার চুয়াডাঙ্গা পৌরসভা এলাকা, দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এবং দর্শনা পৌরসভা এলাকায় এ গণসংযোগ কার্যক্রম চলে।
এসময় নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারী প্রার্থী হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, কার্যনির্বাহী সদস্য প্রার্থী এ্যাড. এমএম শাহজাহান মুকুল, এ্যাড. মুহা: রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান উপস্থিত ছিলেন। এসময় সকল প্রার্থীরা এ্যাড. সোহরাব হোসেন ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সেক্রেটারী পদে ১ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫ জন নির্বাচিত হবেন।



