মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর তিনটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে দমকলের দল। 

বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *