আন্দুলবাড়িয়ায় ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জীবননগর থানা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরুস্কার বিতারণী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় লক্ষীপুর মিলপাড়া জামে মসজিদ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের থানা শাখার সভাপতি মাও: কে এম সাইফুল্লাহ। পবিত্র কোরআন প্রতিযোগিতায় উপজেলার ২২টি মাদরাসার শিক্ষার্থীগন অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় ৫ পারা গ্রুফ থেকে আন্দুলবাড়িয়া আমীনিয়া দারুল উলুম কওমী মাদারাসা, এতিমখানা ও লিল্লাহ বোড়িং হিফজ বিভাগের দৃষ্টি প্রতিবন্ধি আবু সাঈদ প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করায় বিভিন্ন মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *