এইচএসসি পরীক্ষার মানোন্নয়নে দর্শনা মেমনগর স্কুলে অভিভাবক সমাবেশ

দর্শনা অফিস 

দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে  অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং মোবাইল আসক্তি রোধের ওপর জোর দেওয়া হয়।

শনিবার বিকেল ৪ টার দিকে   দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক  বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মশিউর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *