স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গার আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস। বাড়াদি ইউপি চেয়ারম্যান মো. তবরাক হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন দামুড়হুদার জুড়ানপুর ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, জীবননরের হাসাদাহ ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, আলমডাঙ্গার কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, আলমডাঙ্গার জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, জীবননরের হাসাদাহ ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মহিউল আলম সুজন।দামুড়হুদার নাটুদা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, আলমডাঙ্গার নাগদাহ ইউপি চেয়ারম্যান মো. ইজাজ ইমতিয়াজ বিপুল ও চুয়াডাঙ্গার মোমিনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুল হক।
সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই নবগঠিত নেতৃত্বকে অভিনন্দন জানান। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গার বাড়াদী ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন, সিনিয়র সহ-সভাপতি আইলহাস ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপি চেয়াম্যান আব্দুল করিম, কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মহিউল আলম সুজন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, দামুড়হুদার জুড়ানপুর ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন (১নং সদস্য), আলমডাঙ্গার জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী মোহাম্মদ ইমদাদুল হক, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, আলমডাঙ্গার হারদী ইউপি চেয়ারম্যান মো. আশিকুজ্জামান ওল্টু, জীবননরের হাসাদাহ ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, আলমডাঙ্গার কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সোহানুর রহমান, দামুড়হুদার নাটুদা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দীন, আলমডাঙ্গার নাগদাহ ইউপি চেয়ারম্যান মো. ইজাজ ইমতিয়াজ বিপুল, দামুড়হুদার নতিপোতা ইউপি চেয়ারম্যান মো. ইয়ামিন আলী, আলমডাঙ্গার কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, জেহালা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিব, চুয়াডাঙ্গার মোমিনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুল হক, দামুড়হুদার হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, জীবননগরের উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হক, আলমডাঙ্গার বেলগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেরাজ আলী।
সভায় উপস্থিত বক্তারা বলেন, ‘এই কমিটি গঠনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে আরও ঐক্য ও সমন্বয় বৃদ্ধি পাবে। স্থানীয় সরকারের উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ নবনির্বাচিত সভাপতি মো. তবারক হোসেন বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল প্রশাসনের মূল কেন্দ্র, এখান থেকেই জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব। চুয়াডাঙ্গার উন্নয়ন ও চেয়ারম্যানদের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব।’ সাধারণ সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন বলেন, ‘এই কমিটি চেয়ারম্যানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের সেতুবন্ধন তৈরি করবে। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদগুলোর সক্ষমতা বৃদ্ধিই আমাদের প্রধান লক্ষ্য।’



