স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী নারী- পুরুষকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিজিবি তাদেরকে আটক করে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এছাড়া পৃথক আরো দুটি অভিযানে ভায়াগ্রা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি।
৫৮- বিজিবি জানায়, গতকাল রবিবার সকাল ৮ টার দিকে জীবননগর উপজেলা রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর নিকট রাজাপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৯৫ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাত ৯ টার দিকে
জীবননগর উপজেলা উথুলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর কাছে সন্তোষপুর গ্রামে নায়েক সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭০০ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়।
অপরদিকে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে
বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর এর নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৫ জন (পুরুষ-২ এবং নারী-৩) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।