চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ জহিরুল ইসলাম।

উক্ত সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক যোগাযোগ, পানি ও বিদ্যুৎ উন্নয়নসহ বিভিন্ন খাতের অগ্রগতি পর্যালোচনা করা হয়। শহরের বহুতল ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার সহ জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক অগ্রগতি তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপের পরামর্শ দেন। 

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসীন বলেন, সরকারি বিভিন্ন ভবন সংস্কার ও মেরামত কাজ একটি চলমান প্রক্রিয়া নিয়মিতভাবে করা হচ্ছে। তবে বর্তমানে কোন প্রজেক্ট চলমান নেই। চুয়াডাঙ্গায় ১০ তলা ভবন নির্মাণ হবে। ২৫ টি অফিসের কোন ভবন নেই। তাদের জন্য এই ১০ তলা ভবনে অফিস নির্মিত হবে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানান, ২১টি প্রকল্পের আওতায় ৭৪৪ টি কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতোমধ্যে ৬০৮ টি কাজ শেষ হয়ে গেছে।  বর্তমানে ১৩৬ টি কাজ চলমান রয়েছে। হাটকালুগঞ্জ ব্রিজের রাস্তার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। 

সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুজাত কাজী জানান, চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। জমি অধিগ্রহণ করতে না পারায় একটি পিলারের কাজ করা যাচ্ছে না।  ওভারপাসের নিচের ভাঙ্গা রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে। 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা বলেন, চুয়াডাঙ্গা জেলাব্যাপী পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন রকমের জনসচেতনতা মূলক উঠান বৈঠক অব্যাহত রয়েছে। তবে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নেই। 

স্বাস্থ্য বিভাগের অগ্রগতি নিয়ে ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, হাসপাতালের চিকিৎসক ও সহায়ক কর্মচারীর সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। ইতোমধ্যেই একজন এনেস্থিসিয়া চিকিৎসক চুয়াডাঙ্গায় সেবা প্রদান করছেন। অল্প কিছুদিনের মধ্যেই ৪৮ তম স্পেশাল বিসিএস এর মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ হবে। এছাড়াও গত ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও  টাইফয়েড ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই ৬৩ হাজার ৩৪ টি টিকা প্রদান করা হয়েছে। তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করায় এসব শিক্ষার্থীদের টিকা প্রদানে সমস্যা হচ্ছে। 

চুয়াডাঙ্গার অতিরিক্ত  পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান বলেন, আমরা জানি কিছুদিন আগে বিষাক্ত অ্যালকোহল পানে চুয়াডাঙ্গায় ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইতোমধ্যে আমরা সেই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।  সাধারণ মানুষ সচেতন না হলে মাদকের যে আগ্রাসন তা কমানো কখনোই সম্ভব নয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, জেলার উন্নয়নে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সরকারি পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনকে আরও গতিশীল হতে হবে। সমন্বয় কমিটির সভায় জেলার সকল উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়। তাছাড়া যেকোনো উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে যদি অন্য কোন দপ্তরের সহায়তা প্রয়োজন হয় বা কার্যক্রম বাস্তবায়নে যদি কোন ত্রুটি থাকে সেটি এই সভায় খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আগামী ২৭ তারিখ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে চুয়াডাঙ্গা জেলায় গনশুনানীর আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গার সকল দপ্তর প্রধানকে ২৭ তারিখ অবশ্যই উপস্থিত থাকতে হবে। 

 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুব উল ইসলামের সঞ্চালনায়  সভায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাসুদুর রহমান সরকার , চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বিদ্যুৎ কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার  ভারপ্রাপ্ত জেসমিন আরা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল প্রমুখ। 

সভায় আরো উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন,  সহকারী কমিশনার আশফাকুর রহমান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *