উথলীতে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের লিফলেট বিতরণ

জীবননগর অফিস:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল থেকে উথলী বাজার ও মৃগমারী এলাকায় ইউনিয়ন যুবদলের নেতৃত্বে চুয়াডাঙ্গা- ২ আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু’র পক্ষে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করা হয়।

জীবননগর উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদের দিক নির্দেশনায় উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও ফারুক হোসেন তুষারের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে সাধারণ ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরক, উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা সাঈদ, মিলন,তারিকুল, মানি,বাদল,রাসিবুল,মোজাফফর, শাহাজান,আলম সরকার,সবুজ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *