মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময়৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক, ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার


মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ২ পুুরুষ ও ১ জন শিশু। এছাড়া আরো দুটি অভিযানে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৫৮বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে জীবননগর মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/এমপি এর কাছে ধোপাখালী গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন বিকাল ৪টার দিকে জীবননগর রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি এর নিকট সিংনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে গত বুধবার বিকাল ৫টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭ আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ২ জন নারী ও ১ জন শিশু। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট পিপুলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মোঃ আঃ কাদের এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *