চুয়াডাঙ্গায় সড়কে গাড়ী চালকদের সচেতন করার লক্ষ্যে নিসচা’র লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় সড়কে গাড়ী চালকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের প্রধান সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই- নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার ও শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন প্রমুখ।
এসময় ট্রাফিক পুলিশের এটিএসআই সোহেল রানা সার্বিক সহযোগিতা করেন। লিফলেট বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে পরামর্শ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *