মেহেরপুর অফিস
মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ চারদফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপকসহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে যে বেতন পাই, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতনও সময়োপযোগী হারে বাড়াতে হবে।” তারা আরও দাবি জানান, পৌরসভার কোন পরিচ্ছন্নতা কর্মীকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা, কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হলে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং বেতন কাঠামো পুননির্ধারণ করে তা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। হরিজন সম্প্রদায় শহরের পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। তারা দ্রুত চারদফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো শিগগিরই পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।