বিশ্ব পথশিশু দিবস উদযাপন করলো মানবতার জন্য সংস্থা

তিতুদহ প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলা দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ৬২ নং আড়িয়ার নিজ কার্যালয়ে দিবস উপলক্ষে  প্রীতিভোজ, ব্লাডগ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কাস লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট এর পরিচালক নুরে ই আলম রাহুল।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিশ্ব পথশিশু দিবস এটি মূলত সমাজের বঞ্চিত বাচ্চাদের নিয়ে দিনটি অনেক সুন্দর, আমি উদাত্ত আহ্বান করবো সমাজের বিত্তবানশালীদের মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন, বাংলাদেশের ও হাজার হাজার পথশিশু রয়েছে কিন্তু আমাদের গ্রামে  পথশিশু না থাকার কারনে আমরা তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন মাদ্রাসার বড়শলুয়া মাদ্রাসা, তিতুদহ মাদ্রাসা, সড়াবাড়িয়া মাদ্রাসা, বেগমপুর মাদ্রাসা, যদুপুর মাদ্রাসা, গিরীশনগর মাদ্রাসা প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়।

আমাদের অনুষ্ঠানে ছিলো একবেলা আহার, ব্লাড গ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষা সামগ্রী বিতরন গত বছরের ন্যায় এই দিনটি ছিলো অত্যান্ত আনন্দায়ক। ব্লাডগ্রুপিং কাজে সহযোগিতা করেন যুগান্ত সমাজকল্যাণ সংস্থার ইউসুফ রহমান, আরাফাত রহমান, তনু, আর শিক্ষা সামগ্রী দিয়ে পাশে থাকেন আক্কাস লেক ভিউ পার্কের সত্বাধীকারি রাহুল খান।

সভাপতিত্বের বক্তব্য আ: মান্নান বলেন, আমরা শতাধিক এতিম শিশু একসাথে পেয়ে আমরা অত্যান্ত আনন্দায়ক, “মানবতার জন্য” সংস্থা জীববৈচিত্র্য পাশাপাশি সামাজিক, মানবিক করে যাচ্ছে। তিতুদহ ইউনিয়নসহ চুয়াডাঙ্গা জেলাব্যাপী কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সমাজকল্যান বিষয়ক সম্পাদক সেলিম রেজা, প্রচার  বিষয়ক সম্পাদক সুলতান সরকার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক ঝন্টু, মুন্জরুল,  রাহীম, রানা, মহিরুল, বিপুল , সেলিম রেজা, রাজন মিয়া, মাহাবুব হাসান, আক্তারুজ্জামানসহ আরো সদস্যবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *