চুয়াডাঙ্গার নয়মাইল বাজারে দুটি দোকানের সাটার কেটে চুরি

পদ্মবিলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের আসাদ ইন্টারপ্রাইজ ও সিদ্দিক স্টোরে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, সরোজগঞ্জ বাজারের মাস্টার পাড়ার হায়দার আলীর ছেলে আসাদের ভাংরির দোকান রয়েছে নয়মাইল বাজারে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন, সকালে তিনি দোকানে গিয়ে দেখ পান দোকানের সাটার কেটে ৭-৮টি পুরাতন মোবাইলফোন ও ক্যাসবাক্সের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ১৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দোকানের মালিক আসাদ জানান। একই রাতে নয়মাইল বাজারের সিদ্দিক স্টোরের দোকানের তালা সাটার কেটে নগদ অর্থসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্দিক স্টোরের মালিক সিদ্দিক জানান, বাজারে দুটি দোকানে চুরি হলো অথচ নাইটগার্ড জানে না, চোরের সাথে নাইটগার্ডের কোন সম্পর্ক আছে কিনা প্রশাসনের খতিয়ে দেখা দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *