মেহেরপুর অফিস
অতিরিক্ত রক্তক্ষরন হয়ে মারা গেল মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের বাঁশ বাগান থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক। চিকিৎসকেরা বলছেন, জন্মের পর নাভি না বাধার কারণে ঘটনাস্থলেই শিশুটির রক্তক্ষরন শুরু হয়। সেখানে শরীরের বেশিরভাগই রক্ত বের হয়ে যায়। পরে শিশুটির শরীরে রক্ত দিয়েও কোন উন্নতি হয়নি। মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তিরত অবস্থায় গত বুধবার মধ্যরাত থেকে শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন দিয়েও বাচ্চাটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
গেল দু’দিন ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন ছিল শিশুটি। গত বুধবার তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে নেওয়া হয় আইসিউতে।
মেহেরপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আমিনা আক্তার জানান, শিশুটি ভর্তি হবার পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। অনেক চেষ্টা করেও শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডিএনএ পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি বাঁশ বাগান থেকে সদ্য ভুমিষ্ট হওয়া কন্যা শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে শিশুটিকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শিশুটির শারিরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে।