আলমডাঙ্গা অফিস
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভেদামারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে বিপন্ন প্রাণী গন্ধগোকুল। গত শনিবার কৃষকের জালে আটকে পড়ে। তারপর স্থানীয় যুবক আব্দুল্লাহ সংরক্ষণ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে গত সোমবার উদ্ধার অভিযান করা হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি, বন বিভাগের মিরপুর উপজেলার কর্মকর্তা জুয়েল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, কুষ্টিয়ার প্রাণীপ্রেমী শাহাবুদ্দিন মিলন। পরে বিপন্ন প্রাণী গন্ধগোকুলটি উদ্ধার করে উন্মুক্তস্থানে ছেড়ে দেয়া হয়।
সার্বিক পরিস্থিতির খোঁজ খবর তদারকি করেন চুয়াডাঙ্গা পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ। তিনি জানান, গন্ধগোকুল প্রাণীটি আমাদের অঞ্চলে খুব একটা দেখা যায়না। এরা সাধারনত মাছ, কাকড়া, ব্যাঙ খাওয়ার জন্য জলাশয়ের ধারে যায়। এ কারনে দোয়াড়ি জালে আটকা পড়ে থাকতে পারে।



