স্টাফ রিপোর্টার
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে রাত আটটায় বড় বাজার আলী হোসেন মার্কেটে এসে শেষ হয়।
চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল লিফলেট বিতরণের উদ্ধোধন করেন। এ সময় তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা, ন্যায়ভিত্তিক রাজনীতি এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়নের রাজনীতি থেকে দেশকে মুক্ত রাখতে হলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যেন কোন স্বৈরশাসক বাংলাদেশে ফ্যাসিবাদ গড়ে তুলতে না পারে সে জন্য সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে চালু করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি বাস্তবায়িত হলে দেশে সুশাসন, ইনসাফ ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে।
লিফলেটে প্রচারিত দাবিসমূহ হলো,
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
লিফলেট উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৪ নাম্বার ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, ২নং ওয়ার্ড সেক্রেটারি এমদাদুল হক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম ও পৌর সভাপতি রাব্বি হাসান, নায়েবে আমীর মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, পৌর কর্মপরিষদ সদস্য মতিয়ার রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।



