ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে দামুড়হুদায় কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশনে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশনের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইম্প্যাক্ট ফাউন্ডেশন দামুড়হুদা উপজেলা কার্যালয়ে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  থেকে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।

এসময় আরও উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ খুলনা রিজিয়নের প্রজেক্ট অফিসার অনন্ত বৈরাগী, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কো- অর্ডিনেশন ম্যানেজার মিজানুর রহমান, এইপি’র ফোকাল পার্সন রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার হাবিবুর রহমান, মাঠ সংগঠক মোহিনী আক্তার মাহি ও মাফুজ আলমসহ অনেকে। অনুষ্ঠানে জানানো হয় চেকের অর্থ কুষ্ঠ বিষয়ক কার্যক্রম ও ফেডারেশন ভুক্ত দলের সদস্যদের আর্থিক উন্নয়ন কাজের জন্য ব্যয় করা হবে। যা ফেডারেশনভুক্ত সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *