স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরে ওষুধ প্রশাসনের অভিযান চালিয়ে সালেহীন ও রোকেয়া নামে ২ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের সিনেমা হলপাড়া ও মুক্তিপাড়ার বিভিন্ন ফার্মেসিতে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা শাখার ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
জেলা ওষুধ প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকালে ওষুধ প্রশাসন অভিযান পরিচালনা করেন। তারা নকল, ভেজাল, অনিবন্ধিত (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় সালেহীন ফার্মেসি ও রোকেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ) ধারার লঙ্ঘনের অভিযোগে সালেহীন ফার্মেসিকে ২ হাজার ও রোকেয়া ফার্মেসিকে ১ হাজার ৫’শ টাকাসহ সর্বমোট সাড়ে ৩ হাজার জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়। ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে গুণগতমানহীন ওষুধের প্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


