স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার সদর উপজেলার জালশুকা গ্রাম থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। আটক করা হয় লালন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয় ২৯ পুরিয়া গাঁজা, যার ওজন ১৫০ গ্রাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুর ২টা থেথে পৌনে ৩টা পর্যন্ত অভিযানে জালশুকা গ্রামের আবুল কালামের ছেলে লালনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছে পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।



