আলমডাঙ্গায় পাঁচ ইউনিয়ন বিএনপির কর্মীসভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গায় পাঁচ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এ কর্মীসভায় অংশ নেন বাড়াদী, জেহেলা, বেলগাছি, ডাউকি ও কুমারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

                  প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই কর্মীসভা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামী দিনের সংগ্রামের রোডম্যাপ। বিভ্রান্ত হবেন না, দলের বাইরে প্রচারিত কোনো অপপ্রচারে কান দেবেন না। দলের নির্দেশনা, দলের তথ্যই হবে আমাদের একমাত্র দিকনির্দেশনা। দলের সিদ্ধান্তই চূড়ান্ত-এখানে কারো ব্যক্তিগত মতামতের কোনো স্থান নেই।’ তিনি আরও বলেন, ‘নিজ নিজ এলাকার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে এবং দলের স্বার্থে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। আসন্ন নির্বাচনে আমাদের লক্ষ্য একটাই, বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করা। কারণ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশনায়ক তারেক রহমানের হাতে না যাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। চুয়াডাঙ্গার দুটি আসনে কে প্রার্থী হবেন, সেটি নিয়ে চিন্তার কিছু নেই। কেন্দ্রের সিদ্ধান্তই হবে আমাদের পথনির্দেশনা।’ ‘সময়ের খুব বেশি অবকাশ নেই। তাই এখন থেকে ঘরে ঘরে গিয়ে মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করুন। প্রতিটি পরিবার, প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের জয়গান তুলতে হবে। নিজেদের মধ্যে বিভক্তি নয়, ঐক্যই হবে আমাদের মূল শক্তি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের শিখিয়েছে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে হবে। তাই আজ থেকেই মাঠে নামুন, মাঠে থাকুন। জনগণের ভরসা জাগিয়ে তুলুন, মানুষের পাশে দাঁড়ান।’

তিনি চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ভাবনা নিয়ে বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি চাঙা হবে, কৃষক পাবে ন্যায্য দাম, শিক্ষার পরিবেশ হবে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক, যুব সমাজ পাবে কর্মসংস্থান। জনগণ আজ যে বঞ্চনার শিকার, সেই অবস্থা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’ আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক শুকুর আলী, জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবিদুজ্জা মিল্টন ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী ও সাধারণ সম্পাদক সালাম সিরাজী, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ ৫ ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *